বিজিবির অভিযানে ১৭৮ বোতল ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১৭৮বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোরে কলারোয়ার বড়ালি এলাকা থেকে ফেনসিডিল গুলি উদ্ধার করা হয়।বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ানের অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, কলারোয়ার বড়ালী সীমান্ত এলাকা দিয়ে একদল মাদক পাচার করবে এমন খবর পেয়ে বিজিবি একটি টিম সেখানে অভিযান চালায়।এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
Please follow and like us: