সাতক্ষীরায় মাদক সহ সাড়ে ৭লক্ষটাকার মালামাল জব্দ করল বিজিবি
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার ও সোমবার সকালে সাতক্ষীরার পদ্মশাখরা, গাজীপুর, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা এবং হিজলদী বিওপির সীমান্ত এলাকা থেকে মালামাল আটক করা হয়। সোমবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়ঘরিয়া থেকে ৫০০পিচ ভারতীয় ইয়াবা, হাড়দ্দহা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ৯০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ৬০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ঝাউডাঙ্গা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং বোরকা। এছাড়া মাদরা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।তিনি আরো জানান আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ পনেরো হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।