লস্কর গ্রুপের পরিচালক ও সাতক্ষীরা প্রতিদিন সম্পাদক জাকির হোসেন লস্করের মায়ের মৃত্যু
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘লস্কর গ্রুপ’-এর স্বত্তাধিকারী মোঃ জাবিদ হোসেন লস্কর, মোঃ জুনাইদ হোসেন লস্কর (বাইরন) ও মোঃ জাকির হোসেন লস্কর (শেলী)-এর মাতা ফরিদা বানু (৮৩) আর নেই।রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সারাজীবন ফরিদা বানু ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সৎ ও পরোপকারী নারী, যার পবিত্র চরিত্র এবং মানুষের প্রতি ভালোবাসা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার অমায়িক হাসি, স্নেহময়ী অন্তর এবং সাহসিকতার কারণে তিনি তার পরিবার ও আশেপাশের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।মরহুমার জানাজা আগামীকাল, ২০ জানুয়ারি ২০২৫, যোহরের নামাজের পর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মৃত্যুতে পরিবারে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা জাসদ, মেসার্স লস্কর ট্রেডার্স, সাতক্ষীরা জেলা পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল, সাতক্ষীরা প্রতিদিন, এসপি গোল্ডেন লাইন, মেসার্স লস্কর ওয়েব্রিজ এন্ড পার্কিং ইয়ার্ড-ভোমরা, লস্কর ফিলিং স্টেশন, মেসার্স জাকির ট্রেডাসসহ বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সংগঠন।বিবৃতিতে তারা জানিয়েছেন, ফরিদা বানুর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।