জেলা জে এস ডির শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি:জাতীয় সমাজতান্ত্রিক দল(জে.এস.ডি) সাতক্ষীরার প্রতিষ্ঠাকালীন নেতা মরহুম শাহাদাৎ হোসেন লস্করের সহধর্মিনী ও জে এস ডির কেন্দ্রীয় নেত্রী মহুয়া মঞ্জুরী এলাহী খোদার বড় ফুফু মোছা: ফরিদ বানু(৮০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি—-রাজিউন)। মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা জে এস ডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোসলেম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই, কবি আবু কাজী, রওনক বাসার, সাধারণ সম্পাদক মীর জীল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, এড সালাউদ্দিন মোহাম্মাদ ইকবাল লোদী, আসাদুল্লাহ আল গালিব বাবলা, নাজিরা বেগম, আব্দুল গফফার, মাসুদ রানা, আরিফুল ইসলাম, তৌহিদুর রহমান, পল্লব সরকার প্রমুখ।
Please follow and like us: