শ্যামনগর উপজেলা আমিন সমিতির মাসিক সভা
মোঃ আলফাত হোসেনঃ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির কার্যকরী কমিটির মাসিক সভা ও নবনির্বাচিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠান শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগরের আনোয়ারা খাতুন মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি আব্দুর রশিদ গাজী।নবনির্বাচিত কমিটির শপথ পাঠ পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সমিতির উদ্দেশ্য, নীতিমালা, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা ভূমি জরিপকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এলাকার সার্বিক উন্নয়ন এবং সঞ্চয় ও ঋণদান ব্যবস্থাকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সভাপতি ফজের আলী মল্লিক, সহ-সভাপতি আনছার উদ্দীন সরদার, সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুল মাজেদ সরদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আবু হানিফ, সহ-সাধারণ সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মোড়ল, সহ-আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এবং দপ্তর সম্পাদক এস.এম. মিজানুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সমিতির সদস্যরা ভূমি জরিপ ও সংরক্ষণ কাজে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণের পর সমিতিকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানের শেষে সমিতির সদস্যদের মধ্যে সৌজন্য উপহার বিতরণ করা হয় এবং অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।