শ্যামনগরের কৈখালী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় আটক-৩
রঘুনাথ খাঁ ঃ অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আট টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের নজরুল তরাফদারের বাড়িতে অবস্থাকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার দাকোপ থানার কামিনী বাসিয়া গ্রামের নিহার রায় এর ছেলে কাব্য রায় (১৮), সাতক্ষীরা জেলার সদর থানার শিকড়ী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রহিম (২৮) ও একই জেলার রামের ডাংগা গ্রামের আহশাদ সরদারের ছেলে আনারুল সরদার (৩৫)।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ন কবির মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সীমান্তবর্তী সাপখালি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। শনিবার বিকেলে পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।