লিভার টিউমার রোগে আক্রান্ত শিশু পরশ বাঁচতে চায়
শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরায় লিভার টিউমার রোগে আক্রান্ত ১১ মাসে শিশু পরশ বাঁচতে চায়। সে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মিঠুন ও মাতা সাথীর পুত্র। অন্যান্য বাচ্চাদের মতোই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল পরশ। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ লিভার টিউমার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে বাবা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রুত তার অপারেশন করে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন ও উন্নত চিকিৎসা করাতে না পারলে অসচ্ছল বাবার আদরের নয়নের মণি পরশের জীবন প্রদীপ নিভে যেতে পারে।পরশের বাবা মিঠুন জানান, আমি সামান্য চুল কাটা (নাপিত) এর কাজ করে কোনরকমে ৩/৪ জনের সংসার চলে আমার। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় লিভার টিউমার রোগ।তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করাতে করাতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে অপারেশন করে উন্নত চিকিৎসার জন্য আরো অন্তত ৫/৭ লাখ টাকা লাগবে। ছেলেকে বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিয়াদ ও ডা. আবু সাঈদ শুভ জানিয়েছেন খুব দ্রুত তার লিভার টিউমার অপারেশন করে উন্নত চিকিৎসার করাতে হবে। এদিকে বাবা মায়ের অনেক স্বপ্ন ছেলে পরশকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরশের বাবা মিঠুন। এজন্য তিনি ০১৭২৮৭৭৪৯২৩ বিকাশ, নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।