তালায় চার দোকান সহ ভিক্ষুকের টাকা চুরির অভিযোগ
জহর হাসান সাগর :তালায় রাতের আঁধারে চারটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। এতে ভিক্ষুকের জমানো টাকা সহ ৭৫ হাজার টাকা চুরির ঘটনার অভিযোগ উঠেছে।শনিবার (১৭ জানুয়ারী) গভীর রাতে যে কোন সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা। ১৮ জানুয়ারী সকালে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে ১৮ জানুয়ারী রাত্র অনুমানিক ১২.০১ ঘটিকার সময় থেকে সকল পর্যন্ত যে কোন সময়ে এই চুরির ঘটনায় সংঘটিত হয়েছে। এসময় তালা হাসপাতাল রোড়ের ফ্যান্সি টেলিকম, বিশ্বাস টেলিকম,ভাই ভাই ষ্টোর,ও পুরাতন থানার সামনে ভদ্র মার্কেট এর বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, মেসার্স বায়োজিদ ট্রেডার্স।
এসময় ফ্যান্সি টেলিকমের পিছন থেকে দেওয়ার ভেঙে দুটি মোবাইল চুরি হয়েছে। বিশ্বাস টেলিকম থেকে একটি ল্যাপটপ,ও ড্রায়ের থেকে নগদ ১৫ হাজার টাকা। ভাই ভাই ষ্টোর এর পিছনের টিনের বোল্ট খুলে ভিতরে ঢুকে এক ভিক্ষুকের জমানো সকল টাকা চুরি হয়েছে। এছাড়া বায়োজিদ ট্রেডার্স এর ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে আলমারি থেকে নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা ফ্যান্সি টেলিকমের মালিক মোঃ জহিরুল হক লিটন বলেন আমরা ট্রেড লাইসেন্স করে,সরকার কে ভ্যাট দিয়ে বাজার কমিটি কে মাসিক চাঁদা দিয়ে নিরাপদে ব্যাবসা করতে পারছি না। নৈশ্যপ্রহারী দের গাফিলতির কারনে এই চুরির ঘটনা ঘটেছে। এছাড়া বিশ্বাস টেলিকম, ভাই ভাই ষ্টোর ও মেসার্স বায়োজিদ ট্রেডার্স বলেন তালা বাজারে ব্যাবসা করা কষ্টকর হয়ে পড়েছেন। সূত্র মতে চলতি মাসের প্রথম দিকে দিনের বেলাই তালার দত্ত টেলিকম থেকে চুরি হয়েছে।
তালা বাজার বর্ণিত সমিতির সিনিয়র সহ সভাপতি সরদার কবির আহমেদ বলেন, বাজার পক্ষ থেকে নৈশ্যপ্রহারী দ্বারা নিয়োমিত টহল অব্যাহত আছে। চুরি হওয়ার ঘটনা দোকানের পিছন থেকে হয়েছে।দোকানের পিছনে খেলার মাঠ , সরকারি খাল,ও বাগান , বাস্তবতার আলোকে বাজারের নৈশ্যপ্রহারী খালের ধারে ও বাগানে ডিউটিতে থাকেন না।তারা বাজারের ভিতরে থাকেন। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বাজার কমিটি মর্মাহত। আমরা আরো সজাগ থাকবো, এবং আমাদের পক্ষ থেকে চোর সনাক্ত করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
তালা থানার অফিসার ইনচাজ শাহিনুর রহমান জানান , বিষয়টি শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত সময়ে জামায়াতের জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।