কালারোয়া সরকারি কলেজ দিনব্যাপী পিঠা উৎসব
নিজস্ব প্রতিনিধি: পিঠার টানে ঐতিহ্যের গানে আসুন মেতে উঠি পিঠা উৎসবে” স্লোগানে সাতক্ষীরা কলারোয়া সরকারি কলেজ এ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন হয় কয় পিঠা উৎসবের। দিনব্যাপী পিঠা মেলায় ১০ টি স্টলে ভাঁপা, ছাঁচ, ছিটকা , চিতই , দুধ চিতই, বিবিখানা, ছিট পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান, মালপোয়া,কলা , খেজুরের পিঠাসহ একশ রকমের প্রদর্শন করা হয়েছে। এ আয়োজনে অংশ নিতে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার নিয়েও আসছেন সাধারণ মানুষ।শনিবার সকালে সাতক্ষীরা কলারোয়া সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধন কলেজে অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল।সাতক্ষীরা কালারোয়া সরকারি কলেজর ইংলিশ প্রভাষক মনজুর আজাদ এর সভাপতিত্বে এর বাংলা বিভাগের প্রভাষক শেখ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজ এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আতিয়ার রহমান, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আসলামুল ইসলাম, কলেজ এর শিক্ষক মো: মারুফ কবির মো: ফারুক হোসেন, শিক্ষক, শিক্ষার্থী ও পিঠা উৎসবের উদ্যোক্তাসহ অভিভাবকবৃন্দরা।