আশাশুনির কুল্যায় মোবাইল কোর্টে সার ব্যবসায়ীকে জরিমানা
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও অপরজনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ী সৌরভ এন্টার প্রাইজের সত্বাধিকারী বৈদ্যনাথ সরকারকে সতর্ক করা হয়। কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপস্থিত ছিলেন।