সেন্টমার্টিনে আগুনে পুড়ল ৩ রিসোর্ট
অনলাইন ডেস্ক:
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগুনে পুড়ে গেছে তিন রিসোর্ট। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত ২টার দিকে দ্বীপের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
মুজিবুর রহমান জানান, দ্বীপের স্থানীয়, পর্যটক ও যৌথবাহিনীর আড়াই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মুজিবুর রহমান আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুন লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। আর আংশিক পুড়ে যায় শায়রী নামে একটি ইকো রিসোর্ট।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শায়রী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে পর্যটন স্পট হওয়ার পরও দ্বীপে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দ্বীপের বাসিন্দারা।
স্থানীয়রা জানান, চারদিকে যেহেতু সাগর রয়েছে সেহেতু ছোট পরিসরে হলেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকলে ভয়াবহ অগুন আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত।