সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:
রবিবার ১৪ই জানুয়ারী সকল ১০ ঘটিকা এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সামনে রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর বাজারের প্রাণ কেন্দ্রে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষক শ্লোগানকে ধারণ করে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।এ সময় অনুষ্ঠানটি উদ্বোধন করেন আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, সিনিয়র সহকারী শিক্ষক গোবিন্দ প্রসাদ জোদ্দার, মোসাঃ লায়লা আফরোজা, দিপালী রানী রায়, অনুপ কুমার মন্ডল, মোঃ ইয়াকুব আলী মোল্যা, মোছাঃ রওশন আরা, মুহাঃ মেছবাহ উদ্দীন, মোঃ শামছুর রহমান, মোঃ জিয়াদ আলি, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, মানিক চন্দ্র সরকার, সহকারী শিক্ষক নাসিমা আখতার, সিনিয়র সহকারী শিক্ষক অর্চনা বালা রায়, মোঃ অহিদুজ্জামান, মোঃ হাসানুজ্জামান, রাবেয়া সুলতানা, মোঃ আতিকুর রহমান, মোঃ আজিজুর রহমান, মোঃ ওলিউর রহমান, মোঃ জুলফিকার আলী, সুমা রানী দে, মোছঃ তানিয়া সুলতানা, আসকানারা, মোঃ আখিরুল ইসিলাম, আরিফা খাতুন, অফিস সহকারী অক্ষয় কুমার সরকার, কম্পিউটার ল্যাব অপারেটর দেবাশীষ কুমার সরকার, মোঃ ইমরান হোসেন প্রমূখ।।
মেলাটি তিন দিন ব্যাপী চলবে। উপচে পড়া ভীড় দেয়া যায়। মেলার গ্রামীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ছাত্র- ছাত্রী সহ এলাকার সর্বসাধারনে উপস্থিতে একটি মিলন মেলার সেতু বন্ধন পরিলক্ষিত হচ্ছে। ছাত্র- ছাত্রী সহ সর্ব স্তরের মানুষের মানে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেয়া যাচ্ছে।পরে, অতিথিবৃন্দ তারুণ্যের মেলায় প্রদর্শিত স্টলসমূহ পরিদর্শন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রমুখ।।