অসুস্থ সাংবাদিকের পাশে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ
মোঃ আলফাত হোসেনঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক জিএম কামরুজ্জামান কামরুল স্টোকজনিত কারণে অসুস্থ হয়ে সাতক্ষীরা সদরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার খোঁজখবর নিতে সুন্দরবন উপকূলীয় শ্যামনগর থেকে ছুটে যান উপজেলার রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাবেক কাউন্সিলর এস কে সিরাজ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান মিশুক, সহ সাংগঠনিক সম্পাদক আলফাত হোসেন, সিনিয়ার সাংবাদিক খান আকবর হোসেন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, সদস্য আব্দুল মজিদ সহ আরো অনেকে।
রিপোর্টাস ক্লাবের নেতৃবৃন্দ এ সময় কর্মরত চিকিৎসকের সাথে অসুস্থ সাংবাদিক কামরুজ্জামানের চিকিৎসার বিষয়ে কথা বলেন।