তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অভিভাবক মতবিনিময় ও ছবক প্রধান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় ক্যাম্পাসে অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালনা কমিটি খুলনা শাখার অন্যতম সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিসবাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, উপাধ্যক্ষ মুনতানসির বিল্লাহ, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাতক্ষীরা সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শুভাকাংখী ও অবিভাভাবকবৃন্দ।