ঝিকরগাছায় মাঠ দিবসের কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত
আঃজলিল:কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখেযশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রাসারন অধিদপ্তর বাস্তবায়নে শংকরপুর ইউনিয়নের কাদা ভাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের মাঠ দিবসের ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ১০নং শংকরপুর ইউনিয়নের কাদা ভাঙ্গা সংলগ্ন এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় মাঠ দিবসের ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক আঃজলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ঝিকরগাছা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃরিমা আক্তার আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার আঃসামাদ ও মোঃ কামরুজ্জামান বিশ্বাস,নিমাই চন্দ্র মল্লিক
হাসানুজ্জামান প্রমুখ ।এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।