সাতক্ষীরা সীমান্তে সোনার বারসহ চোরাকারবারি আটক
রঘনাথ খাঁ: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।আটক চোরাকারবাবির নাম মো. কামাল হোসেন (৩৫)। সে কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক জানান,কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন খবর পেয়ে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি টিম সেখানে আগেই অবস্থান নেয় । ওই সময় বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহজন বাংলাদেশী নাগরিক মো. কামাল হোসেনকে আটক করে।পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ২টি (তেজাবি) স্বর্ণের বার উদ্ধার করা হয়।একই সাথে তার কাছ থেকে একটি মোবাইল, একটি টি বাইসাইকেল ও নগদ এক হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে । এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।