সাতক্ষীরায় ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে রবিবার বিকালে শহরের ০৬ নং ওয়ার্ডে আমতলায় জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপি সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি শক্তিশালী সংগঠন। দেশের সকল ক্লান্তিকালে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ছাত্রদল দুঃস্থ অসহায় মানুষের পাশে থেকে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তারা ফ্রি মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা বিভিন্নভাবে মানুষের উপকারে কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা, আরিফ হোসেন, আনারুল ইসলাম, কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা রেজা সহ বিভিন্ন এলাকার পৌর বিএনপি’র ওয়ার্ড কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে দুস্থ অসহায় পরিবারের সদস্যরা ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।