কলারোয়ায় সাবেক মেয়র আকতারুল ইসলামের পিতার ইন্তেকাল
কামরুল হাসান:
কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলামের পিতা শতবর্ষজীবী আলহাজ্ব আকবর আলি গাজী(১০৫) শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কলারোয়া বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আলহাজ্ব আকবর আলি গাজী দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার আসরের নামাজের পর কলারোয়া সরকারি কলেজ ময়দানে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচি, মরমের পুত্র আনোয়ারুল ইসলাম আনো, সাবুর আলী, পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম, আতাহার আলী, সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকনসহ বিপুল সংখ্যক মুসল্লি। জানাজা নামাজ শেষে গদখালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।