আশাশুনিতে বিষ মিশিয়ে এক হিন্দু পরিবারের তিনটি গরু হত্যা
নিজস্ব প্রতিনিধিঃ সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় দিনমজুর দিলীপ বিশ্বাসের পোষা এই তিন গরু হত্যার ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা গেছে, প্রতাপনগর ইউনিয়নের বড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন ৭/৮ টি হিন্দু পরিবার। এর মধ্যে বিশ্বনাথ বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস বাড়ীতে পোষা ৩ টি গরু অজ্ঞাত ব্যক্তিরা খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করে। স্থানীয় বাজারে ফলবিক্রেতা দরিদ্র দিলীপ বিশ্বাস জানান ৩ লাখ টাকা মূল্যের তিন টি গরু মারা যাওয়ার ফলে তিনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান ৭/৮ টি হিন্দু পরিবার ওই এলাকায় বসবাস করেন। বর্তমানে পরিবার গুলোর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা মোঃ আবু দাউদ জানান,খবর পেয়ে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে দিলীপ বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন। তিনটি গরু মারা যাওয়ার ঘটনায় বিষয় তিনি খোঁজখবর নিচ্ছেন। কারা এরসাথে জড়িত তাদের খুঁজে বের করতে তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে জানান।