আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃ্ষ্টিতে পুলিশের মহড়া
জি এম মুজিবুর রহমান ঃ আইন শৃংখলা রক্ষা ও সাধারণ নাগরিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে আশাশুনি থানা পুলিশ বিশেষ মহড়া প্রদর্শন করেছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া প্রদর্শন করা হয়।আশাশুনি থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জিপ ও মোটর সাইকেল যোগে আশাশুনি, বুধহাটা ও কুল্যা ইউনিয়নেরর বিভিন্ন সড়কে মহড়া দেয়। এসময় সচেতনতা মূলক প্রচার চালান হয়। এছাড়া বিশেষ বিশেষ বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে থেমে জন সাধারণের সাথে মতবিনিময় এবং দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। ওসি নোমান হোসেন বলেন, ডিআইজি ও এসপি স্যারের নির্দেশনা ও পরামর্শ মত আমরা থানার সার্বিক আইন শৃংখলা রক্ষা মাঠে আছি। জনসচেতনতা সৃষ্টি এবং সকলের সহযোগিতা নিয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমনে কাজ করতে চাই। মদ, জুয়া, অসামাজিক কর্মকান্ড জিরো টলারেন্স দেখতে চাই। বেকার ও যু্ব সমাজকে বিকালে অপরাধের ধারে কাছে ঘেষতে না দিয়ে খেলাধূলা, সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে আনতে হবে। সন্ধ্যার সাথে সাথে বাড়িতে নিয়ে পড়ালেখা ও বাড়ির কাজে ব্যস্ত রাখার ব্যবস্থা করতে হবে।