প্রথমবার প্রকাশ্যে টিউলিপ
আন্তজার্তিক ডেস্ক:গত সপ্তাহে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকর বিরুদ্ধে ফ্ল্যাট কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশিত হলে গা ঢাকা দেন তিনি। ঐ সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে।ডেইলি মেইল আরো জানিয়েছে, মিথ্যা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে।ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, টিউলিপ ফ্ল্যাট নিয়ে সংবাদ মাধ্যমটির সঙ্গে মিথ্যাচার করেছিলেন কি না প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা খতিয়ে দেখবেন।লন্ডনের বিতর্কিত ঐ ফ্ল্যাট নিয়ে টিউলিপ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) তদন্তের মুখেও পড়তে পারেন বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।টিউলিপকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে সংবাদমাধ্যমটি বলেছে, ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। ঐ সময় তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। ঐ সময় ডেইলি মেইলকে তিনি হুমকি দেন, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর আর এটি প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। কিন্তু এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জোর দাবি করে বলেন, উপহার নয়, বরং তার বাবা-মা ফ্ল্যাটটি কিনে দেন। সেসময় অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেন। তবে ব্যাপক চাপে পড়ার পর টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলকে যে তথ্য দিয়েছিলেন সে অবস্থান থেকে সরে এসেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টির একটি সূত্রও নিশ্চিত করেছে, টিউলিপের বাবা-মা তাকে ফ্ল্যাটটি কিনে দেননি। এটি আসলে ‘কৃতজ্ঞতার’ অংশ তার খালা শেখ হাসিনার সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।