ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন কর্মশালা
জি এম মুজিবুর রহমানঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ শওকত হোসেন। সভয় ইউপি সচিব মো: আহাদুল ইসলাম, ইউপি সদস্য সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় আশ্বাস প্রকল্প পরিচিতি (প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল, প্রত্যাশিত ফলাফল) ভিডিও প্রদর্শন, প্রেরণার আলোক শিখা, মানব পাচার ও নিরাপদ অভিবাসন কি, মানব পাচারের কাজ করে যে সকল সহযোগী সরকারি বেসরকারি দপ্তর গুলো ছাড়াও মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি, গঠন ও কার্যক্রম, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব কৌশল নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রকল্পের পক্ষ থেকে কর্মশালা সঞ্চালনা করেন, জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে রূপান্তর মাঠ পর্যায়ে কাজ করছে।