আঁখি আলমগীরের চমক
বিনোদন ডেস্ক:জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সারা বছরই গান নিয়ে তুমুল ব্যস্ততা তার। স্টেজ শোতে এখনো অপ্রতিদ্বন্দ্বী তিনি। এবার মৌলিক গান নিয়ে হাজির হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। এবার নতুন বছরে নতুন চমক নিয়ে এলেন আঁখি আলমগীর। ৭ জানুয়ারি প্রকাশ হয়েছে তার নতুন একটি মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘জানের জান’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুণম মিত্র।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হিরা। মডেল হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী ও শিশির সরদার। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়েছে।মিউজিক ভিডিওটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, গত ৭ জানুয়ারি ছিল আমার জন্মদিন। এই দিনের বিশেষ উপহার হিসেবে শ্রোতাদের জন্য আমার এ গান ও মিউজিক ভিডিও। জন্মদিন ও নতুন বছরের শুরুতে এমন একটি গান প্রকাশ করতে পেরে ভালো লাগছে। যারা আমার গান নিয়মিত শোনেন, তাদের এ গানটি ভালো লাগবে। গানের পাশাপাশি মিউজিক ভিডিও যত্ন করে তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা আনন্দ পাবেন। স্টেজ শোর ব্যস্ততা নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘এখন স্টেজ শোর সিজন। তাই আমার ব্যস্ততা বেড়েছে। আমি স্টেজে গাইতে বরাবরই আনন্দ পাই। স্টেজে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। স্টেজ হচ্ছে প্রতিটি শিল্পীরই প্রাণ।আঁখি আলমগীরই বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী, যিনি অভিনয়ে ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। আর বড় হয়ে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে প্লেব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় প্রথম ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ সিনেমায় প্লেব্যাক করেন আঁখি আলমগীর। এরপর বিভিন্ন সিনেমার গানের পাশাপাশি একক অ্যালবাম করার বিষয়ে মনোযোগী হন। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’।