খালেদা জিয়ার দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু
ডেস্ক রিপোর্ট;জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি চলছে।বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়।গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।পাশাপাশি বিএনপি নেত্রীকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।
Please follow and like us: