আশাশুনিতে সিপিপি ইউনিট টিম লিডারদেন কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: ঃ আশাশুনিতে সিপিপি টিম লিডারদের দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আশাশুনির আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, সিপিপি’র উপ পরিচালক মুনশী নূর মোহাম্মদ। উপজেলা টিম লিডার আঃ জলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। অনুষ্ঠানে জানান হয়, উপজেলায় ২০২০ জন সিপিপি সদস্য রয়েছে। ১০১ জন টিম লিডার রয়েছে। সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভলেন্টিয়ারদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা করা, টিম লিডারদেরকে বাই সাইকেল দেওয়াসহ বিভিন্ন দাবী জানান হয়।