আশাশুনিতে দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে ২০২৫ সালের দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ড. মোঃ আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ বুলবুল। সভায় ইউএনও কৃষ্ণা রায়কে সভাপতি, ইউএসইও আতিয়ার রহমান, সুপার গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসা, সুপার আল মাদানী দাখিল মাদ্রাসাকে সদস্য ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানকে সদস্য সচিব করে কেন্দ্র কমিটি আশাশুনি-১, ইউএনও সভাপতি, ইউএসইও, অধ্যক্ষ গুনাকরকাটি কামিল মাদ্রাসা, সুপান নৈকাটি দাখিল মাদ্রাসাকে সদস্য ও গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য সচিব করে, কেন্দ্র নং ২, গুনাকরকাটি, ইউএনও সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সুপার, মরিপুর দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য ও মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করে কেন্দ্র-৩, মদিনাতুল উলুম মাদ্রাসা এবং ইউএনও সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার, আল আমিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, বড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য ও প্রতাপনগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষকে সদস্য সচিব করে কেন্দ্র -৪, প্রতাপনগর গঠন করা হয়।