সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক
নিজস্ব প্রতিনিধিঃ অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বিজিবি হাতে ৩ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।রবিবার(৫ জানুয়ারি) রাতে ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে ত্রিপ্তি ঘোষ (২০)একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিস্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)। সোমবার সকালে এক বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞিপ্ততে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারেন ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে গমন করবে। গোপন সংবাদ পেয়ে কালিয়ানী বিজিবির নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভারতে প্রবেশের কথা স্বীকার করে।তিনি আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।