ভূমিহীনদের নামে মিথ্যা মামলা ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন
হাফিজুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ারচকের ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দেবহাটার খলিষাখালীতে বেলা ১২টায় উক্ত মাববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দলে দলে ভূমিহীনেরা প্রতিবাদ সভায় যোগ দেয়। ভূমিহীন নেতা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভূমিহীনদের সাধারণ সম্পাদক রেজাউল, চিংড়িখালীর ভূমিহীন নেতা রবিউল ইসলাম বুল্লা, নোড়ারচকের ভূমিহীন নেতা আবুল হোসেন, শহীদ কামরুল নগর ভূমিহীন আবাসন কেন্দ্র কার্যকরী কমিটির সভাপতি ভূমিহীন নেতা আব্দুল হালিমসহ উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক ভূমিহীন। ভূমিহীনদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘প্রসাশন সুষ্ট তদন্ত করে দেখুক যে আমরা এসব মিথ্যা মামলায় জড়িত আছি কিনা। কয়েকটি মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট সংবাদ উপস্থাপন করে আমাদের সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী সহ নানা অপ-বিশেষনে বিশেষায়িত করে উপস্থাপন করছে। তাদের প্রধান উদ্দেশ্য হলো নানা ধরনের মিথ্যা মামলায় জর্জরিত করে ভূমিহীনদের উচ্ছেদ করা। তাদের দোষররা এখন পলাতক। তাই তারা উপায়ন্তর না পেয়ে আমাদের নামে মিথ্যা মামলা করছে। প্রত্যেক ভূমিহীনই খেটে খাওয়া মানুষ তারা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারেনা। প্রকৃত ভূমিহীনদের ভূমিদস্যু বানিয়ে, ভূমিদস্যুরাই লুটপাট করে খাওয়ার চেষ্টা চালাচ্ছে। এর আগে আমাদের সাড়ে ৮ শত ঘর মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ওই চক্র। তারা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গডফাদার। তিনি আরও বলেন তারা বার বার নানা চক্রান্তে আমাদের পিছুহঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের চক্রান্ত সফল হতে দেবো না। সেই সাথে ভূমিহীন নেতাদের নামে মিথ্য মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আবুল হোসেন প্রতিবাদ সভায় বলেন, ‘বার বার ভূমিহীনদের নিয়ে একটি মহল চক্রান্তে লিপ্ত থাকে। যখনই ভূমিহীনরা তাদের ন্যায্য দাবী আদায়ে সোচ্চার হয় তখই ওই চক্রটি তাদের পিছনে উঠে পরে লাগে। বিভিন্ন মিডিয়ায় ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে ফায়দা লোটার চেষ্টা করে। মিথ্যা মামলা দিয়েছে আমাদের সভাপতির নামে সে নাকি অস্ত্র ব্যবসা করে। ওই চক্রটির পরিকল্পনা হলো আমাদের সভাপতিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়ে আমাদের পিছু হটিয়ে দেবে। কিন্তু আমরা সে চক্রান্ত বাস্তবায়ন করতে দেবো না।’ ভূমিহীন নেতা রবিউল ইসলাম বুল্লা বলেন, ‘বিগত দিনে আমাদের দিনে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা এখানে ৮৫০ ঘর ভূমিহীন বসবাস করতাম। কিছু কু-চক্রী মহল তৎকালীন প্রসাশনকে ম্যানেজ করে গোলাম কাজী, সরুজ কাজী, আলী, আনসার হাজী, ইকবাল মাসুদ সহ তাদের সন্ত্রাসী বাহিনী আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। শুধু আমরা না স্থানীয় অনেককেই অত্যাচার করেছে তারা। বর্তমান সরকারের কাছে দাবী আমাদের হাইকোর্ট আমাদের যেখানে থাকতে বলেছে সেখান থেকে যেন কু-চক্রী মহল আমাদের সরাতে না পারে। আমাদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দেওয়া হচ্ছে। সেখানে আমাদের সভাপতিকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের সভাপতি কোনরকম অস্ত্রের ব্যাবাসয়ী না। আমাদের মিথ্যা মামলা দিয়ে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’