তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শাহরিয়ার কবির:পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, অধ্যক্ষ আজহার আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, জামিলুর রহমান রানা, মাসুমা আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন ও সুমন আহমেদ। সভায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কর্মশালা, সমাবেশ, পিঠা উৎসব, ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে আয়োজিত প্রতিযোগিতা।