সাতক্ষীরায় প্রচন্ড শীতে বিজিবির আয়োজনে শীতবস্ত্র বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় প্রচন্ড শীতে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৩৩ বিজিবি। রবিবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে বৈকারী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানাসহ অন্যান্য সদস্য’রা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান,সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দূর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে বিপর্যস্থ অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।