পাইকগাছায় স্বপ্নযাত্রার আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় স্বপ্নযাত্রার আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৩ জানুয়ারি উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা।সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সকলের প্রচেষ্টায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে নারী ও শিশুসহ ৬ টি গ্রামের প্রায় ৪০০ জন সেবা প্রত্যাশীকে চিকিৎসা সেবা প্রদান করেন ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৭ জনের মেডিকেল টিম।
উল্লেখ্য স্বপ্নযাত্রা সংগঠনটি ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য,শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান সহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে