এবার বিক্ষোভের ডাক দিলো গণঅধিকার পরিষদ
ডেস্ক রিপোর্ট:গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে সংগঠনটি। রোববার বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে গণঅধিকার পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থাকবেন।গতকাল শনিবার জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহিদ মিনারে নাগরিক সমাবেশে এলে হামলার শিকার হন ফারুক হাসান। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
Please follow and like us: