আইরিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক:পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডকে আতিথ্য দিবে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।আগামী ৬-১০ ফেব্রুয়ারি বুলাওয়েতে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে আইরিশরা। এরপর সাদা বলের লড়াই শুরু হবে হারারেতে। দুই দল ১৪, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে এবং ২২, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি তিনটি টি-২০ ম্যাচে অংশ নেবে। যদিও আইসিসির এফটিপিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ৬ ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজের কথা নির্ধারিত ছিল। এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের শেষ পর্যায়ে রয়েছে জিম্বাবুয়ে। সিরিজে আফগানদের কাছে টি-২০ ও ওয়ানডে সিরিজে যথাক্রমে ২-১ ও ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা। বৃষ্টিবিঘ্নিত হাই স্কোরিং প্রথম টেস্ট হয়েছে ড্র। ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট।এর আগে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। স্বাগতিক আয়ারল্যান্ড টেস্টটিতে ৪ উইকেটে জিতেছিল। ২০২৩ সালের শেষে আয়ারল্যান্ডকে সর্বশেষ আতিথেয়তা দিয়েছিল জিম্বাবুয়ে। ঐ আসরে জিম্বাবুয়ে টি-২০ সিরিজে ২-১ ও ওয়ানডেতে ২-০ ব্যবধানে হেরেছিল।