সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জানুয়ারি ) বিকালে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, শহীদ হাসান, ইদ্রিস আলম, আনিসুল রহমান, আব্দুল হামিদ, রমজান আলী এছাড়াও উপজেলা, ইউনিয়নের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন ‘জামায়াতে ইসলামী এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা’।
Please follow and like us: