পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীদের প্রাণনাশ, গুম ও নিপীড়নের হুমকি এবং শিক্ষার্থী রিফাত এর পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলা সদরের জিরোপয়েন্টে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, সুমন আহম্মেদ, আসিফ হাসান পরস, রাহানুর রহমান হৃদয়, তরিকুল ইসলাম, আল-শাহরিয়ার রুম্মন, আল- আমিন, প্রকৃতি, তিন্নি, ওশি, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল হাসান, মেহেদী হাসান, মুহাইমিন হাসান ও অপি সহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দ।