সাতক্ষীরায় মাদক সহ সাড়ে ১৪লক্ষ টাকার মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২০৫পিচ ভারতীয় ইয়াবা ২৩ বোতল ৩৭ বোতল ফেনসিডিল সহ সাড়ে চৌদ্দ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা, বাকাঁল চেকপোস্ট, ঘোনা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গার ক্যাম্প, এবং মাদরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরার ঘোষপাড়া থেকে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩ বোতল ভারতীয় মদ আটক করে। ঘোনা থেকে ২০৫ পিস ভারতীয় ইয়াবা ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, কাকডাঙ্গা থেকে ২০ বোতল ভারতীয় মদ এছাড়াও, মাদরা থেকে ১০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়।
তিনি জানান, ঘোনার দাঁতভাঙ্গা নামক স্থান হতে ১৩,৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাকাল চেকপোষ্ট থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল কুশখালী থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ৪,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ভারতীয় ঔষধ, এছাড়া ঝাউডাঙ্গা ক্যাম্পের আকড়াখোলা থেকে ৩,৬২,০০০ টাকা মূল্যের ভারতীয় ক্রিম এবং মলম আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য চৌদ্দ লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।