মার্কিনের ৪৫ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিলো চীন
আন্তজার্তিক ডেস্ক:স্বায়ত্বশাসিত দ্বীপ অঞ্চল তাইওয়ানে অস্ত্র বিক্রির অভিযোগে মার্কিন প্রতিরক্ষা খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স এবং জেনারেল ডায়নামিকসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে চীনে আমদানি ও রফতানি কার্যক্রম এবং বিনিয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানে অস্ত্র বিক্রিতে সম্পৃক্ত থাকার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।চীন জানায়, এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠান নিষিদ্ধ এবং ২৮টি প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট ৪৫টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তাইওয়ান ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। চীন কখনোই শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার সম্ভাবনা উড়িয়ে দেয়নি।যুক্তরাষ্ট্র তাইওয়ানকে তাদের প্রধান সামরিক মিত্র হিসেবে বিবেচনা করে এবং অস্ত্র সরবরাহে সবচেয়ে বড় যোগানদাতা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৭১ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছেন।চীনের মতে, তাইওয়ানে অস্ত্র বিক্রি দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। একই সঙ্গে এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। তাইওয়ানের গণতান্ত্রিক প্রেসিডেন্ট লাই চিং-তের ক্ষমতায় আসার পর থেকে চীন তিন দফা বড় ধরনের সামরিক মহড়া পরিচালনা করেছে।চীন আরো জানিয়েছে, নিষিদ্ধ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বা প্রযুক্তি সরবরাহ নিষিদ্ধ করে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।