বড় চমক শ্রদ্ধা ভক্তদের
বিনোদন ডেস্ক:বছরের শুরুতেই দারুণ চমক। আসছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী-৩’ সিনেমা। ২০২৪ সালের আগস্ট মাসে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল বক্স অফিসে ঝড় তোলে। ৫০ কোটি রুপির এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি আয় করেছে। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে। ২ জানুয়ারি মুক্তির তারিখ ঘোষণা করে বড় চমক দিলেন সিনেমার নির্মাতা। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী-৩’ ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে। তবে এবারো পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা তা জানা যায়নি। তবে শুধু ‘স্ত্রী-৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে আরো কয়েকটি সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেবরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া-২’ সিনেমাও। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সব হরর কমেডি ঘরানার ছবির ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে, ‘থামা’, এটি মুক্তি পাবে চলতি বছরের দিওয়ালিতে। ‘শক্তিশালিনী’এটি চলতি বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পাবে। ‘ভেড়িয়া-২’ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ১৪ আগস্ট। ২০২৬ সালে ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে আরো একটি সিনেমা আসছে। এটির নাম ‘চামুণ্ডা’। ২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী-৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া।অন্যদিকে ২০২৮ সালেও এ প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি সিনেমা মুক্তি দেওয়া হবে। ‘মহাযুদ্ধ’ মুক্তি পাবে ১১ আগস্ট ও ‘দুসরা মহাযুদ্ধ’ ওই বছরের অক্টোবর মাসের পূজার মৌসুমে। আগামী ৩ বছরের সিনেমা মুক্তির পরিকল্পনা ২০২৫ সালে দ্বিতীয় দিনেই ঘোষণা করেছে ম্যাডক ফিল্মস।