প্রতাপনগর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় প্রতাপনগর কর্মকার বাড়ী মোড়ে কৃষক দলের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান ছোট্টুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এ্যাড আব্দুস সালাম খান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-যোগাযোগ সম্পাদক আমিনুর রহমান মিনু, জেলা কৃষক দলের সদস্য কামরুজ্জামান বকুল ও রমিজ উদ্দিন রুমী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান প্রমুখ।
Please follow and like us: