টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী
স্পোর্টস ডেস্ক:বিপিএলে আজকের দিনের প্রথম খেলায় চিটাগং কিংসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামবে দুর্বার রাজশাহী। খানিক পর দুপুর ২টায় ম্যাচটি আরম্ভ হবে।চিটাগংয়ের একাদশে এসেছে দুই পরিবর্তন। রাজশাহীর বিপক্ষে খেলছেন আরাফাত সানি ও গ্রাহাম ক্লার্ক। আর বাদ পড়েছেন নাইম ইসলাম ও টম ও’কনেল। শূন্য রানে আউট রানে আউট হওয়ায় রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন জিসান আলম। তারপরিবরতে খেলবেন সোহাগ গাজী। ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। এক দশক পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফেরা চিটাগং কিংস হেরেছে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), আকবর আলী, রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম।চিটাগং কিংস একাদশ: পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলী, গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানি।