কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কামরুল হাসান:
কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বর থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা, দলীয় প্রতীকসহ প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র্যালি বের হয়। কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণ হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি উপজেলা মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সাবেক এমপির বাসভবন চত্বরে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় ছাত্রসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সৃজনশীল ও নম্র আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। বিএনপির ৩১ দফা প্রচারণায় ছাত্রদলের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন হাবিবুল ইসলাম হাবিব।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহ্জালাল আহমেদ সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভ রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসান জামান প্রিন্স, সদস্য সচিব জি এম সোহেল।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, জেলা বিএনপির অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর সহসভাপতি আখলাকুর রহমান শেলী, গোলাম রসুল, ইয়াছিন আলি, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান রঞ্জু, আরিফুল আনম রিপন, রুহুল আমিন, আলতাফ হোসেন, কলারোয়া বাজার সভাপতি শওকত হোসেন, যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক বিএম পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ছাত্রদল নেতা সৈকত, আবির প্রমুখ।