হামাসকে সর্তক করলো ট্রাম্প
আন্তজার্তিক ডেস্ক:ইসরায়েলি জিম্মিদের শীঘ্রই ফিরিয়ে দিতে হামাসকে আবারো সর্তক করলো যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে হ্যাপি নিউ ইয়ারের একটি পার্টিতে অংশগ্রহণের সময় সাংবাদিকদরা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা দেখছি আগামী দিনগুলোতে কী হয়।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাসের গাজায় বন্দি থাকা বাকি ইসরায়েলিদের শীঘ্রই মুক্তি দিতে হবে। নয়তো কঠোর ভয়াবহ পরিণতি করতে হবে।গত মাসে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্য জাহান্নামে পরিনত হবে। দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প। তবে বিশ্বমঞ্চে চুক্তি করার ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন তিনি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালায় হামাস। এ ঘটনায় ইসরায়েলে ১২০৮ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। ওই সময় ইসরায়েল থেকে ২৫১ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। তাদের অনেকেই মারা গেছে। বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে।