যত রেকর্ড বিপিএলের প্রথম দিনে

স্পোর্টস ডেস্ক:মিরপুরের মাঠে বিপিএলের ম্যাচগুলোতে হাই স্কোরিং ম্যাচ না হওয়ায় হতাশা দর্শকদের বহুদিন ধরেই রয়েছে। পিচে ধীরগতি আর লো বাউন্সে অনেক লো স্কোরিং ম্যাচ টি-২০ উন্মাদনায় বারবার ঢেলেছে জল। তবে একাদশ আসরের উদ্বোধনী দিনেই দেখা গেল রানের ফোয়ারা। তাতেই টুর্নামেন্টটি নামের পাশে উঠেছে দুইটি রেকর্ড। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম একদিনে তিনটি দলীয় ১৯০ ছাড়ানো স্কোরের দেখা পাওয়া গেল। একইসঙ্গে প্রথম দিনে এবারই সবচেয়ে বেশি রান উঠেছে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী দিনে হয়েছিল ৬৯১ রান। সেদিনের দুই ম্যাচের চার ইনিংসে সিলেট রয়্যালস তুলেছিল ১৬৫, জবাবে বরিশাল বার্নার্স করে ১৬৭ রান। পরের ম্যাচে চিটাগং কিংসের সংগ্রহ ছিল ২০৪। দুরন্ত রাজশাহী থেমেছিল ১৫৩ রানে।উদ্বোধনী দিনের হিসাবে গত এক যুগ ধরে টিকে ছিল এই রেকর্ড। একাদশ আসরে ২০২৪ সালের শেষ প্রান্তে সেটি ভেঙে গেল। গত সোমবার (২০ ডিসেম্বর) প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রানের জবাবে ফরচুন বরিশালের স্কোর ২০০। পরের ম্যাচে রংপুর রাইডার্সের স্কোর ছিল ১৯১। ঢাকা ক্যাপিটালস তোলে ১৫১ রান। উদ্বোধনী দিনে সবমিলিয়ে রান হয়েছে ৭৩৯, যা নতুন রেকর্ড।

বিপিএলের উদ্বোধনী দিনে সর্বোচ্চ রান
২০২৪-২৫ সাল: ৭৩৯ রান
২০১২ সাল: ৬৯১ রান
২০১৩ সাল: ৬৬৩ রান
২০২৪ সাল: ৬৪৭ রান
উদ্বোধনী দিনে দলীয় সংগ্রহের বিচারেও সেরা পাঁচে গতকালের তিনটি দলের স্কোর জায়গা করে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে প্রথম দিনে সর্বোচ্চ স্কোরের রেকর্ড এখনো ২০১২ সালে চিটাগাং কিংসের করা ২০৬ রান। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স করেছিল ২০৪ রান। এরপরেই আছে গতকালের ৩ ইনিংস। যেখানে ফরচুন বরিশাল করেছে ২০০, দুর্বার রাজশাহী ১৯৭ ও রংপুর রাইডার্স ১৯১ রান।
ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচটি বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার ম্যাচ ছিল। তবে এই রেকর্ডটা যৌথ। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা, বাকিগুলো চট্টগ্রামের।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
২৯ ছক্কা – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম (২০২৩-২৪)
২৯ ছক্কা – ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, মিরপুর (২০২৪-২৫)
২৭ ছক্কা – ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম সিলেট রয়্যালস, মিরপুর (২০১২-১৩)
বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন। আর উদ্বোধনী দিন সাপেক্ষে গতকাল ছিল বিপিএলে সবচেয়ে বেশি ৪২ ছক্কার দিন।
উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ রানেত তালিকাতেও এসেছে পরিবর্তন। দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বির সামনে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের উদ্বোধনী দিনে সেঞ্চুরি আদায়ের সুযোগ ছিল। ২০১২ সালে বরিশাল বার্নার্সের জার্সিতে ১০১ রানে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। এরপরেই আছে গতকাল ইয়াসির রাব্বির করা ৯৪ রান।
উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর
১০১* – ক্রিস গেইল, প্রতিপক্ষ সিলেট রয়্যালস (২০১২)
৯৪* – ইয়াসির রাব্বি, প্রতিপক্ষ ফরচুন বরিশাল (২০২৪-২৫)
৮৪* – ওয়াইস শাহ, প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলস (২০১৩)

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)