ঢাকায় পৌঁছেছেন সাড়ে ৮০০ শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে যোগ দিতে ৪ জেলা থেকে সাড়ে ৮০০ শিক্ষার্থী ঢাকায় পৌঁছেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে যোগ দিতে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কর্মসূচি শেষে সবাই পুনরায় ফেরত যাবেন বলে জানা গেছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের নামকরণ পরিবর্তিন করে ‘মার্চ ফর ইউনিটি’ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৫০ নেতাকর্মী ঢাকার জাতীয় কেন্দ্রীয় শহিদ মিনারে যোগ দিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ১৪-১৫টি বাসযোগে ঢাকায় আগমন করেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট জেলা, মহানগর এবং সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫টি বাসযোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় ৩ শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে যশোর শহরস্থ কোর্ট মোড় থেকে ৬টি বাসযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শতাধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
পুনরায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বগুড়ার শিক্ষার্থীরা পুনরায় রওয়ানা দিয়েছেন।বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জয়পুরহাটের ১২০ শিক্ষার্থী।