কলারোয়ায় ৭৩বোতল বিদেশী মদ সহ আটক-৫
কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরারকলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ (তিয়াত্তর) বোতল বিদেশী মদ ও ১টি ইজিবাইক সহ ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার যুগীবাড়ী এলাকার হোসেন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,যশোর জেলার কোতায়ালী থানার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার ভিকাখালী গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী বরগুনা জেলার
পঁচাকোড়ালিয়া কড়ইতলার গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা কলারোয়া উপজেলা বাকসা গ্রামের গোলাম হোসেনের ছেলে মোঃ রাজু আহম্মেদ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ঢাকুরিয়া গ্রামের মুত যতিন দাসের ছেলে দীলিপ দাস।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. সামসুল আরেফিন জানান,মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় যশোর সাতক্ষীরা মহাসড়কের হোসেন ফিলিংস স্টোশনের সামনে থেকে একটি ইজিবাইকের ভিতর থেকে ৭৩বোতল বিদেশী মদ সহ ৫জনকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক মামলা দিয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।