সাতক্ষীরার সকল উপজেলায় সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালন
ডেস্ক রিপোর্ট:সাতক্ষীরা সহ জেলার সকল উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে প্রথম আলোর নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, আবু তাহের,ইমন প্রমুখ। এছাড়া শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, কলারোয়া, তালায় সাংবাদিকদের আয়োজনে সাংবাদিক কল্যাণ ব্যানার্জির জন্মদিন পালিত হয়।
Please follow and like us: