সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন বিএনপির আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ৩নং বৈকারি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে বৈকারি বাজারে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. নুরুল ইসলাম। মো: ইউনুস আলী বুলুর সভাপতিত্বে ও তজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী হাসিনা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অকথ্য নির্যাতন করেছে। বৈকারি ইউনিয়নের বিএনপি কর্মীরা ঘর থেকে বের হতে পারতো না। তারা বাজারে গেলেও পুলিশ তাদের হয়রানি করেছে। এখন আমরা স্বাধীন হয়েছি। এজন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। কারন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় সরকারের কোন বিকল্প নেই।আগামী নির্বাচনে বিএনপি জয় কেউ ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বৈকারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, বিএনপি নেতা লুৎফর রহমান, রফিকুল ইসলাম, গোলাম সরোয়ার প্রমুখ।