সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, এবং ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালমাল ও মাদকদ্রব্য আটক করা হয় । তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি । রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরার লক্ষীদাড়ি থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির আভিযানে ১২,৫০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, দুধ, ফুসকা, বৈকারী বি্ওপির আভিযানে ছয়ঘরিয়া থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলূইগাছা থেকে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ঝাউডাঙ্গার গোবিন্দকাঠি থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।
তিনি আরো জানান ,জব্দকৃত মালামালের মূল্য দুই লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রয়েছে। এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।