পর্দা উঠছে আজ বিপিএলের
স্পোর্টস ডেস্ক:ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে আজ বিপিএলের ১১তম আসরের পর্দা উঠছে। আসরকে বর্ণাঢ্য করতে সর্বোচ্চ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)।সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় সাড়ে ৬টায় আরেক ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। দুটি খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনায় কালো কাপড়। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় দলগুলোর অনুশীলন ঠিকমতো দেখা যায় না। ফটোগ্রাফার ও ক্যামেরাপারসনদের জন্য পেশাদারিত্ব পালনে যা হয়ে দাঁড়িয়েছে বিড়ম্বনার কারণ। ২০১২ সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল। দলের নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দেয় বিসিবি। কিন্তু সময় গড়ানোরসঙ্গে সঙ্গে বিপিএল যেন বর্ণহীন হয়ে পড়েছে। অথচ ‘নতুনভাবে’ শুরু করা বিপিএলের ১১তম আসরটি বর্ণিল হওয়ার কথা ছিল! বিস্ময়করভাবে টুর্নামেন্টের আগের দিন বেশ কয়েকটি দলের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। কোনো দল আগের দিন জার্সিও উন্মোচন করেছে। কয়েকটি দলের বিদেশি ক্রিকেটার এখনো আসতেই পারেনি! সবমিলিয়ে নানা অসঙ্গগতি নিয়েই শুরু হচ্ছে বিপিএল। দর্শকদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা। জুলাই গণআন্দোলনে প্রাণ হারানো মীর মুগ্ধের নামে ‘মুগ্ধ কর্নার’ করা হবে স্টেডিয়ামের গ্যালারিতে। সেখানেই রাখা হবে বিনামূল্যে পানি পানের ব্যবস্থা। বিনামূল্যে পানির জন্য পুরো স্টেডিয়ামে ছয়টি কর্নার থাকবে। এর প্রতিটিতে চারটি করে বুথে একসঙ্গে পানি পান করতে পারবেন দর্শকরা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বিপিএলের একাদশ আসরের থিম এটি। অন্তর্বর্তী সরকারের অধীনে বিপিএলের অনেক কিছুতে থাকছে জুলাই বিপ্লবের ছোঁয়া। বিপিএলকে নতুনভাবে শুরুর লক্ষ্য নিয়ে ইতোমধ্যে যুব উৎসব অনুষ্ঠান, মাসকট উন্মোচন এবং তিনটি ভেন্যুতে মিউজিক ফেস্টের আয়োজন করেছে বিসিবি।টিকিটের জন্য গতকাল সকাল থেকেই মিরপুরে ভিড় জমান সমর্থকরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টিকিট সংগ্রহের কোনো তথ্য পাননি তারা। পরে বিসিবি জানায়, মধুমতি ব্যাংক পিএলসির সাত মনোনীত শাখা থেকে এবং অনলাইন বুথ থেকে টিকিট কেনা যাবে। সেখানেও দেখা যাচ্ছে বেশ ভোগান্তি।
এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দু’বার। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, এলিমিনেটর ও কোয়ালিফায়ার-২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার-১ এ হেরে যাওয়া দলের। এখানে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ যে দল জিতবে, দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।