জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ও কৃষি উন্নয়ন করবে——– ডা. শফিকুর রহমান
ডেস্ক রিপোর্ট:জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ও কৃষি উন্নয়ন করবেদিনাজপুর সার্কিট হাউজে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভাবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে জামায়াতকে মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা বসার সুযোগ দিলে এ দেশের শিক্ষা ও কৃষির প্রভূত উন্নতি সাধন করা হবে। নদীর পলিমাটি অপসারণ করে নদীগুলোকে দেশের কৃষি উপযোগী করে গড়ে তোলা হবে।মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে দিনাজপুর সার্কিট হাউজে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ড. এনামুল হকসহ প্রায় ১৫০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত এ মতবিনিময় সভায় জামায়াতের আমির উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি দেশের মেধাবী জনশক্তি যাতে বিদেশে পাচার হয়ে না যায় সেদিকে গুরুত্ব আরোপ করা হবে বলেও মত প্রকাশ করেন।এর আগে, রাত ৯টা ৩৫ মিনিটে ডা. শফিকুর রহমান সৈয়দপুর থেকে সড়কপথে দিনাজপুর সার্কিট আগমন করেন। রাতে দিনাজপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন তিনি। আজ তিনি দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠের পথসভায় বক্তব্য প্রদান করবেন। এরপর বীরগঞ্জের দেলুয়ায় খোদা বক্স এর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে তার।